স্টাফ রিপোর্টার: জেলার সদর কোর্টের সামনে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবন দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।
মঙ্গলবার সকালে এই কর্মসূচিতে প্রায় শতাধিক আইনজীবী অংশ নেন। জরাজীর্ণ ও অপর্যাপ্ত স্থানে বিচারিক কার্যক্রম পরিচালনায় সৃষ্ট ভোগান্তি নিরসনে দ্রুত একটি আধুনিক আদালত ভবন নির্মাণের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি শামীম রেজা ডালিম, অ্যাডভোকেট মোঃ আহসান আলী, চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোঃ মুকুল হোসেন, সিনিয়র অ্যাডভোকেট আঃ সামাদ এবং সিনিয়র অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান সহ বারের সদস্যবৃন্দ।
মানববন্ধন শেষে আইনজীবীদের একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গার জেলা প্রশাসক বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। বক্তারা আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যে সরকার তাদের যৌক্তিক দাবি বিবেচনা করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.