সকল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবন উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে এ ভবনের ফলক উন্মোচন করে ভবনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় তিনি বলেন, ৭১ সালে সকল ধর্মের মানুষ মিলে স্বাধীনতা যুদ্ধ করেছিলো। প্রাণ ও মা বোনের ইজ্জত দিতে হয়েছিলো সকল ধর্মের মানুষের। তাই এই দেশ কোনো একক ধর্মের মানুষের নয়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। ঘাতকরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে পূরণ করতে দেয়নি। ৭৫-এ স্বপরিবারে তাকে হত্যা করা হয়েছিলো। তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে পূরণ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দেশে শিক্ষার হার বৃদ্ধির জন্য একসাথে দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণ করা হয়েছে। বছরের প্রথমে ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া হচ্ছে। মানুষ শিক্ষিত না হলে দেশ উন্নতি হয় না। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯বার মারার চেষ্টা করে ব্যর্থ হয়েছে সেই ঘাতকদের প্রেত্মারা। তিনি মরনের ভয় না করে দেশের মানুষ যাতে ভাল থাকে সেজন্য ছুটে বেড়াচ্ছে। ধর্ম যার যার কিন্তু দেশ সবার। আজকে কিছু ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে সচেতন থাকতে হবে। এরা দেশকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে মাঠে নেমেছে। কিছু মৌলবাদ ও উগ্রবাদীরা চায়না এদেশ উন্নতি হোক। একজন মুসলমানের ছেলে কার প্ররোচনায় কুমিল্লায় মন্দিরে কোরান শরিফ রেখে হিন্দু মুসলমান দাঙ্গা বাধানোর চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে তাদের সেই আসা পূরণ হয়নি। তাদের বিচারের আওতায় আনা হচ্ছে। সকল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এমপি ছেলুন জোয়ার্দ্দার আরও বলেন, হাসপাতাল এলাকায় দালালদের ভীড় হয়। আপনারা কেউ দালালদের খপ্পরে পড়বেন না। এখানে আপানারা যারা দায়িত্বে থাকবেন এলাকার জনগণকে সেবা করবেন। মনে রাখবেন জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। কেউ অবহেলা করলে তাকে শাস্তির আওতায় আনা হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক দিপক কুমার শাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন চন্দন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল হান্নান, সদর উপজেলা মেডিকেল অফিসার এমসিএইচ-এফপি ডা. বেলাল উদ্দীন, চুয়াডাঙ্গা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী রাজীব সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মেহেরুল জোয়ার্দ্দার শেলটন ও শঙ্করচন্দ্র ইউপি সচিব আশাবুল হক মাসুদের উপস্থাপনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ^জিত কুমার শাহা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুয়ার হোসেন, সাংগাঠনিক সম্পাদক শওকত মাহামুদ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More