সব ধর্মেই সমাজ ব্যবস্থাকে সুন্দর করে তোলার নির্দেশনা আছে

চুয়াডাঙ্গায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় ইসলামি ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলায় বিগত যেকোনো সময়ের থেকে ভালো। মানুষ কাজ করে স্বচ্ছল হতে উদ্যোগী। প্রত্যেকে ভালো চিন্তায় আছে। প্রত্যেক বছরেই জেলার উন্নয়ন হচ্ছে। তিনি আরও বলেন, আমরা যদি কোরআন এবং হাদিস ভালোভাবে চর্চা করি, তাহলে দেখবো প্রত্যেকটা পরদে পরদে শান্তির কথা বলা হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হেয় করা যাবে না। ইসলামের যে সৌন্দর্য, বিধি বিধান আছে তাতে কোনো ধরনের অশান্তির কিছু নেই। সমাজ ব্যবস্থাকে সুন্দর করে তোলার নির্দেশনায় আছে। কোনো ধর্মেই খারাপ কিছু বলা নেই। সব ধর্মের মূলই একই। সবাই সম্প্রতি ও শান্তি চাই। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। পবিত্র কোরআনে শান্তির জীবন বিধান দেয়ায় আছে। সৎ চিন্তা সৎ কর্ম করতে হবে। বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ ছিলেন। তিনি বলেছিলেন, এই দেশকে যে নিজের করে ভাববে, এই দেশ তার। এই দেশের দুঃখে যারা কাঁদবে, এই দেশ তার। আমাদের ধর্মের আলোকে নিজের জীবনকে সাজাতে হবে। আমাদের সচেতন হতে হবে। কোনো ধর্মই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। প্রতিটি ঘটনায় আমরা আইনগত ব্যবস্থার মধ্যে যাচ্ছি। প্রতিটি ঘটনা বিচারের আওতায় আনা হয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। প্রশিক্ষণের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ধর্মীয় সম্প্রতি ও সচেতনা বৃদ্ধিকরণ প্রকল্পের মিডিয়া কনসালট্যান্ট আহমেদ সাগর। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক একেএম শাহিন কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, এনএসআই’র উপ-পরিচালক জিএম জামিল সিদ্দিক, চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবি, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি প্রশান্ত অধিকারী প্রমুখ। দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন মসজিদের ইমাম, মন্দির ও গীর্জার পুরোহিত, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More