সরকার হটানোর আন্দোলন শুরু করার হুঁশিয়ারি মির্জা ফখরুলের

চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারা দেশে গণঅনশন কর্মসূচি পালন করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারা দেশে জেলা ও মহানগরে গণঅনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। খুলনা, বরগুনা ও মাগুরা জেলাসহ বেশ কয়েকটি স্থানে পুলিশের বাধা প্রদান, নেতা-কর্মীদের বেধড়ক লাঠিপেটা ও বেশ কয়েকজন নেতাকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট নেতারা। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় গণঅনশন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা না করলে রাজপথেই এর সমাধান হবে। অবিলম্বে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তা না হলে আমাদের গণআন্দোলন শুরু হলো। এই আন্দোলনের মধ্যদিয়েই আপনাদের পতন হবে। আপনাদের গদিচ্যুত করা হবে।’ বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও তার বিদেশে সুচিকিৎসার দাবিতে গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাত ঘণ্টার গণঅনশনে বিএনপি মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা সরকারের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই দাবিতে আগামীকাল ঢাকাসহ সারা দেশে জেলা, উপজেলা ও মহানগরীতে সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছেন মির্জা ফখরুল। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করবে দলটি। এর পরও দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন মহাসচিব। অনশন শেষে বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী পানি পান করিয়ে বিএনপি মহাসচিবের অনশন ভঙ্গ করান। নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সাত ঘণ্টা আমরা না খেয়ে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেছি এবং বিদেশে তার উন্নত চিকিৎসার জন্য অনশন করেছি। এটা আমাদের জীবন-মরণ সমস্যা। আমাদের অধিকারের সমস্যা। ১৯৭১ সালে যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, সে স্বপ্নকে বাস্তবায়ন করার সমস্যা। খালেদা জিয়া দেশের একটি অবিচ্ছেদ্য অংশ। বেগম খালেদা জিয়ার সঙ্গে এ দেশের মাটি ও মানুষের সম্পর্ক। আমাদের মা এবং মাটি বলতে খালেদা জিয়াকেই বুঝি। এই নেত্রীকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে। তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি।’ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি দুই হাত ওপরে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, দুই হাত তুলে শপথ গ্রহণ করি, দেশনেত্রীকে তার চিকিৎসার জন্য বিদেশে না পাঠানো পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার প্রয়াজনীয় ব্যবস্থার দাবিতে চুয়াডাঙ্গায় দিনভর অনশন কর্মসূচি পালিত হয়েছে। বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণঅনশন কর্মসূচিতে অংশ নেন। শনিবার সকাল থেকে গণঅনশন কর্মসূচি শুরু হয় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে। চলে বেলা ৫টা পর্যন্ত। বক্তারা বিএনপির অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত বিদেশে চিকিৎসার দাবি জানানো হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাজা আবুল হাসনাত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সিরাজুল ইসলাম মনি, আবু বক্কর সিদ্দিক আবু, আলমডাঙ্গার ডাউকি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রউফউর নাহার লীনা, নত্রী জাহানারা বেগম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের উপস্থাপনায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেহেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক রোকন, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জীবননগর পৌর বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির, মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, তাজুল ইসলাম, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বুলেট, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম নাহারুল মাস্টার, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লা মহলদার পৌর বিএনপির সাবেক যুগ্মসম্পাদক আবুল কালাম আজাদ, খাইরুল ইসলাম, ইয়াছিন হাসান কাকন, দামুড়হুদা উপজেলা মহিলা দলের নেত্রী ও ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর শেফালী বেগম, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিড়–র রহমান আনিস, জিল্লুর রহমান ওল্টু, আইলহাস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন মিনহাজ, কালিদাস ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইনাল হোসেন, বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঝন্টু মালিতা, কুমারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজালাল ব্যানা, গাংনী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজা, হামিদুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, সদস্য সচিব কামরুজ্জামান বাবলু, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাও. মাহাবুব, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হোসেন তোয়া, আমিনুজ্জামান, আশরাফুল হক, নাসির উদ্দিন খেতু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এমএইস মোস্তফা, সদস্য সচিব মহলদার ইমরান রিন্টু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব রফিকুল ইসলাম, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুব রহমান বাচ্চু, সদস্য সচিব মাহাফুজুর রহমান মিল্টন, জীবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন ময়েন, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক অপু মালিক, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক মো. ফারুক, সদস্য সচিব জালাল উদ্দিন, জীবনগর পৌর যুবদলের আহ্বায়ক হজরত আলী, সদস্য সচিব মনিরুজ্জামান মনির প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে গণঅনশন কর্মসূচি পালিত হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন। অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনছারুল হক, মোহাম্মদ আব্দুল্লাহ, নাসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক কাওসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। কর্মসূচিতে জেলা বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এদিকে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া ও মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে মেহেরপুর জেলা ছাত্রদল। প্রতিবাদ সভায় সভাপতিত্বে করেন জেলা ছাএদলের সহসভাপতি নাহিদ মাহাবুব সানি। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কাজি মিজান মেনন, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শেখ হুজাইফা ডিকলিয়ার, সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু, সহসাংগঠনিক সম্পাদক লিটন, মুজিবনগর উপজেলা ছাত্রদল নেতা ইয়াসিন, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা স্বপন প্রমুখ। পরে বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More