স্বাস্থ্যখাতের দুর্নীতি রাজনৈতিকভাবে পৃষ্টপোষকতা দেয়া হয়েছে

মেহেরপুরে মতবিনিময়সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার

মেহেরপুর অফিস: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার বলেছেন, স্বাস্থ্যখাতের দুর্নীতির বিষয়টি রাজনৈতিকভাবে পৃষ্টপোষকতা করা হয়েছে। ফলে এটা ব্যাপকতা লাভ করেছে। দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির মধ্য দিয়ে দুর্নীতি বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বক্তৃতায় মনির হায়দার বলেন, খুব বেশি করাপশান ও ইরেগুলেটারিজের জন্য যে কয়েকটি ক্ষেত্র অনেক দিন থেকে চিহ্নিত তার মধ্যে আমাদের স্বাস্থ্যখাত আছে; আরও অনেক খাত আছে। এগুলোর জন্য স্বাস্থ্যখাত ম্যানেজমেন্টে যারা আছেন তাদের দায়-দায়িত্ব কতটুকু তার চেয়ে বড় হল যে রাজনৈতিকভাবে পৃষ্টপোষকতা দেয়ায় অনেক দূরে চলে গিয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেখানে সরকারি পদে দায়িত্ব পালন করেন তাকে বলে পাবলিক অফিস। পাবলিক অফিসের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করাই হল গণতন্ত্রের প্রধানতম লক্ষ্য। দেশে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না। গণতন্ত্র না থাকার সবচাইতে বড় কুফল হলো-সমাজে দুইটি জিনিসের ভয়ঙ্কর রকমের ঘাটতি তৈরি হয়। সেটি হলো-ট্রান্সপারেন্সি এবং একাউন্টিং। এটা একটু রাজনৈতিক বক্তব্য মনে হতে পারে কিন্তু আসলে এটি রাজনৈতিক না। আমরা গণতন্ত্র বলতে বুঝি একটা নির্বাচন। থার্ড ওয়াল্ডে এইভাবে চিন্তা করা হয়। কিন্তু সিভিলাইজড ওর্য়াল্ড যে সমস্ত দেশে গণতন্ত্রের চর্চা হয়; তারা গণতন্ত্র বলতে নির্বাচনটাকে বোঝে গণতন্ত্রে প্রবেশের দরজা হিসেবে। আর গণতন্ত্র বলতে তারা বোঝে এবং বোঝায় ট্রান্সপারেন্সি এবং একাউন্টিবিলিটি। একটা সিষ্টেম যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোনো আধুনিক সমাজ হয় না। অনুষ্ঠানে জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সাহারিয়া শায়লা জাহান। সভায় আরও উপস্থিত ছিলেন সংবাদ কর্মী ফারাবী হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম প্রমুখ। নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মস্থল তৈরিতে করণীয় সম্পর্কিত এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এর আগে একদিনের সরকারি সফরে সড়ক পথে গতকাল শুক্রবার সকালে তিনি নিজ জেলা মেহেরপুরে আসেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More