হেরোইন রাখায় গাংনীর মনিরুলের যাবজ্জীবন

মেহেরপুর অফিস: মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগে মনিরুল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রিপোতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি মনিরুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের আফসার আলীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১ আগস্ট গাংনী র‌্যাব-৬ এর এসআই কামালের নেতৃত্বে র‌্যাবের একটি দল গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাবুল আলীর বাড়ির পাশের অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে আটক করে। এ সময় মনিরুল ইসলামের নিকট থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ এর (১) এর টেবিলের ১(ক) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১। মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই আব্দুল জলিল মাতব্বর মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর মামলার চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৫জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে মনিরুল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ের আদেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন অতিরিক্ত পিপি কাজি শহীদ এবং আসামি পক্ষের কৌশলী ছিলেন অ্যাড. শফিকুল আলম ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More