৪ ডিসেম্বের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক

সুন্দরবন-চিত্রা ট্রেন ডাউন স্টপেজসহ ৬ দফা দাবিতে দর্শনায় অবস্থান ধর্মঘট

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশনে সুন্দরবন ট্রেন আপ ও চিত্রা ট্রেন ডাউন স্টপেজসহ ৬ দফা দাবিতে অবস্থান ধর্মঘট করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনা হল্ট স্টেশন চত্বরে অবস্থান ধর্মঘট করা হয়। ৬ দফা দাবিতে অবস্থান ধর্মঘটে বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দর্শনার জন্য আমরা সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমির হোসেন, দর্শনার জন্য আমরা সংগঠনের যুগ্ম আহ্বায়ক রবিউল আলম বাবু, দর্শনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কামরুজ্জামান যুদ্ধ, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী। এ সময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. কিতাব আলী, দর্শনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ জুয়েল, জাতীয় পার্টি চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক এহসানুল হক, ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা সজল আহমেদ, যুব ফোরামের সদস্য সাগর হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল। এসময় বক্তারা বলেন, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে যদি দর্শনার প্রাণের দাবি মানা না হয়। তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।

উল্লেখ্য, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস এবং খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস দর্শনা হল্ট স্টেশনে স্টপেজ দেয়া, মৈত্রী ট্রেনে যাত্রীদের আসন বরাদ্দ ও ওঠা-নামার ব্যবস্থা করা এবং দর্শনা স্টেশন হতে ২টি যাত্রীবাহী ট্রেন পূর্ণ চালু করা, দর্শনা রেলওয়ে জংশনে রেলের কন্টেইনার টার্মিনালসহ দর্শনা পুরাতন বাজার রেলগেট ও চুয়াডাঙ্গা-কালীগঞ্জ মহাসড়কের রেলগেটের ওভারপাস নির্মাণের দাবিতে ওই অবস্থান ধর্মঘট করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More