পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি পরিচয়ে জীবননগরের পাঁকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট চাঁদা দাবি

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগীয় প্রধান আঞ্চলিক কমান্ডর পরিচয়ে জীবননগরের পাঁকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলীর নিকট চাঁদা দাবি করা হয়েছে। গত শনিবার ও রোববার বেলা ১১ টার দিকে দফায় দফায় ফোন দিয়ে প্রধান শিক্ষকের নিকট এ চাঁদার টাকা দাবি করা হয়।

প্রধান শিক্ষক ইব্রাহিম আলীর অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার ও রোববার বেলা ১১ টার দিকে ০১৪০-৫৫৬৯৯২১ নম্বর মোবাইল ফোন থেকে প্রধান শিক্ষকের ০১৭২৭২১৭৩২৫ নম্বর মোবাইল ফোনে নিজেকে পৃর্ব বাংলা কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগীয় আঞ্চলিক কমান্ডার বিপ্লব পরিচয় দিয়ে বলেন, আমাদের পার্টির অনেক গেরিলা জেলখানায় বন্দি রয়েছে। তাদের মুক্ত করতে আইনমন্ত্রীর সাথে ৮৫ লাখ টাকা চুক্তি হয়েছে। ইতোমধ্যে ৮০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। এখন ৫ লাখ টাকা প্রয়োজন। চলছে পার্টি অর্থ সংগ্রহ। আপনি আমাদের পাটির গেরিলাদের মুক্ত করতে ০১৪০৩৬৯৫৯৯২ নং বিকাশ নম্বরে সাধ্যমতো টাকা দিন। গত দুদিনে একই সময়ে একই নম্বর থেকে টাকার জন্য ফোন দিয়ে তাগিদ দেয়ায় প্রধান শিক্ষক ইব্রাহিম আলী আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকে বলেন, এ ধরনের অভিযোগ সর্ম্পকে আমার জানা নেই। অভিযোগ পাওয়া গেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More