মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন পাওয়ায় মেহেরপুর ও মুজিবনগরে আনন্দ মিছিল

মেহেরপুর অফিস/মুজিবনগর প্রতিনিধি: ‘মুজিবনগর আমার, মুজিবনগর নিয়ে ভাববো আমিই’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রতিশ্রুতি অনুযায়ী মুজিববর্ষে মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপিকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে মেহেরপুর পৌর আওয়ামী লীগ জেলা যুবলীগ ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ।

গতকাল বুধবার বিকেলে শহর আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা পরিষদের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল এবং সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, ইউনিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজা, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আলম, ইউপি সদস্য আক্তার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কুদরুত-ই খোদা রুবেল, শোভন সরকারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

একই দিন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় যুবলীগের নেতাকর্মীরা গতকাল বুধবার বিকালে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। মেহেরপুর শহরের মাইক্রোস্ট্যান্ড এলাকা থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, সাবেক ছাত্র নেতা হাসানুজ্জমান হিলন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুব হাসান ডালিম, ইয়ানুস আলী, সাইদুর রহমান উজ্জল, শেখ শারাফত, থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অপু, শহর যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সুইট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, ধর্মবিষয়ক সম্পাদক আব্বাস আলী, গাংনী উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব, পৌর শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ শেখ, সহসভাপতি আলম আলীসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেয়। একই দিন বিকালে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার চার রাস্তার মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলুর নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক হয়ে বল্লভপুর মোড় থেকে মানিকনগর গ্রামের মধ্যে দিয়ে পুনরায় কেদারগঞ্জ বাজারে এসে শেষ হয়।

এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি  চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবার রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম হক খোকন, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম অপা গাইন, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সভাপতি শাহ ওয়ালী উল্লাহ সোহাগসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More