আলমডাঙ্গায় খামারি সদস্যদের মাঝে উপকরণ বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে প্রাণিসম্পদ অধিদফতরকে সচেষ্ট হতে হবে

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় সিআইজি খামারি সদস্যদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি বলেন, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে প্রাণিসম্পদ অধিদফতরকে আরও বেশি সচেষ্ট হতে হবে। অত্যন্ত প্রয়োজনীয় এ খাতকে আরও সম্প্রসারিত করতে হবে। আত্মনির্ভরশীল জাতি গড়ে তুলতে প্রাণিসম্পদ বিভাগকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শঙ্কর জাতের প্রতি আগ্রহী হয়ে উঠাতে আমাদের এলাকার গর্ব ব্ল্যাক বেঙ্গল গোট ব্র্যান্ডের ঐতিহ্য ক্ষুণœ হচ্ছে। এ বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, প্রাণিসম্পদ অফিসে এসে কেউ যেন ফিরে না যায়। পরামর্শসহ সব ধরনের সহযোগিতা করবেন। করোনাকালে দেশের অর্থনীতিকে সজীব রেখেছিলো প্রাণিসম্পদ, কৃষি ও মৎস্য খাত। আমার গ্রামে প্রতিটি পরিবার এখন একেকটি মিনি খামার। এটা বৈপ্লবিক উন্নয়ন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, কৃষি অফিসার হোসেন শহীদ সোরওয়ার্দী, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরিয়তুল্লাহ ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, প্রাণিসম্পদ ইন্টার্নী ডা. আফরিনারা, আফিফা, লিপন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সামসুজ্জোহা সাবু, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, ছাত্রলীগ নেতা সাকিব, রকি, ফিল্ড এ্যাসিসটেন্ট নাসির উদ্দিন, জুবাইদা, সোহাগ, হযরত, সোহাগ প্রমুখ। শেষে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় সিআইজি ৪৫ জন সদস্যের মাঝে বিভিন্ন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।
ছবি: এমপি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More