জীবননগরে ঈদের কেনাকাটা জমে উঠেছে

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগরে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য নতুন পোশাকের সাথে ঈদের আমেজকে আরো রাঙিয়ে দেয়ার জন্য ব্যাস্ত সময় পার করছেন এখানকার সাধারণ মানুষ।

এবার ঈদকে ঘিরে জীবননগরের মার্কেটগুলোতে কেনাকাটার জন্য পরিবার-পরিজন নিয়ে আসতে দেখা গেছে। বাজারে পাল্লা দিয়ে বাড়ছে সাধারণ ক্রেতার উপস্থিতি। এছাড়াও বড় বড় মার্কেটে ও গার্মেন্টেসে ক্রেতাদের জটলা চোখে পড়ে। ঈদ যত ঘনাবে কেনাকাটায় ভিড় তত বাড়বে, এ বিষয়টি মাথায় রেখেই কেউ কেউ আগেভাগে প্রয়োজনীয় কেনাকাটা সেরে রাখছেন। আবার ঈদে নতুন কী কী পোশাক এসেছে, তাও দেখতে আসছেন অনেকে। জীবননগর বাজারের তরফদার মার্কেট, মোল্লা মার্কেটে, উপজেলা মার্কেট, কেবি মার্কেট, নাতাশা মার্কেটসহ অন্যান্য গার্মেন্টস, কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান ও এবং জুতার দোকানগুলোতে বেড়েছে মানুষের উপচে পড়া ভিড়। দোকানীরা জানালেন তরুণ ও একটু বয়স্কদের প্রথম পছন্ন পাঞ্জাবি এবং মেয়েদের থ্রি পিচ। এছাড়া বিক্রি হচ্ছে শার্ট ও জিন্সের প্যান্ট। দিন যত ঘনিয়ে আসছে বাজারে ক্রেতাদের সংখ্যাও ততো বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More