জীবননগরে এসএসসি পরীক্ষায় নকল করার অভিযোগে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার

 

জীবননগর ব্যুরো: চলতি এসএসসি পরীক্ষায় জীবননগরে অসাদুপায় (নকল) অবলম্বন করার অভিযোগে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বুধবার জীবননগর থানা পাইলট সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাদের বহিষ্কারের আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ১০টা থেকে এসএসসি ভোকেশনাল (কারিগরি) বিভাগের ট্রেড-১ বিষয়ে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন সময়ে ওই কেন্দ্র পরিদর্শনে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। পরিদর্শনে এসে তিনি কেন্দ্রের একটি কক্ষে বই দেখে নকল করার অপরাধে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। বহিষ্কৃতরা হলেন-মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মো. রাসেল মিয়া (রোল-৬২০২৬১), একই বিদ্যালয়ের ছাত্র মো. আসাদুজ্জামান (রোল-৬২০৩১১), জীবননগর থানা পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী তলিফা খাতুন (রোল-৬২০০১৩) এবং উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মো. রাতুল হাসান (রোল-৬২০৭৮৮)। কেন্দ্র সচিব ও গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিউল হক মুঠোফোনে বলেন, তার কেন্দ্রের চারজন পরীক্ষার্থীকে অসৎ উপায় অবলম্বন করার দায়ে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষার্থীরা বইয়ের একাধিক পাতা এনে দেখে দেখে উত্তর পত্রে লিখছিলো। বইয়ের পাতার সাথে উত্তরপত্রের লেখার হুবহু মিল পাওয়া গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার অপরাধে জীবননগর থানা পাইলট সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম জানান, পরীক্ষা হলে নকল কোনো ভাবেই মেনে নেয়া যায় না। প্রত্যেক পরীক্ষার দিনই কেন্দ্র পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More