অনূর্ধ্ব-১৪ ১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেটারদের প্রি-সিলেকশন হবে অনলাইন পদ্ধতিতে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দ্দেশনা অনুযায়ী অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেটারদের প্রি-সিলেকশন হবে অনলাইন পদ্ধতিতে। বিসিবির গেইম্স ডেভোলপমেন্ট কমিটির নির্দেশনা অনুযায়ী ক্রিকেটারদের স্ব-স্ব ক্যাটাগরিতে (্ব্যাট্সম্যান, বোলার, উইকেট রক্ষক) কমপক্ষে ৩মিনিটের ভিডিও ধারণ করে হোয়ার্টসআপ অ্যাপের সাহায্যে নিজ নিজ জেলা কোচের মাধ্যমে অনলাইনে প্রেরণ করতে হবে। এই ভিডিও দেখে অনূর্ধ্ব-১৪,১৬ ও ১৮ বয়স ভিত্তিক গ্রুপের ক্রিকেটারদের প্রি-সিলেকশন করা হবে। ভিডিও ধারণের পূর্বে সর্বপ্রথম ১কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ নাম লিখতে হবে/ বলতে হবে। জন্ম তারিখ উল্লেখকরে বয়স বলতে হবে। ক্রিকেটারের ধরণ ডানহাতি বা বাম হাতি ব্যাট্সম্যান, রাইট আর্ম বা লেফ্ট আর্ম পেস বোলার, রাইট আর্ম অফ স্পিন/লেফ্ট আর্ম অফ স্পিন, লেফ্ট আর্ম স্পিন ও উইকেট রক্ষক। জন্ম নিবন্ধনের মূল কপির ছবি, স্কুল সার্টিফিকেটের মূল কপির ছবি পাঠাতে হবে। ফটোকপির ছবি পাঠালে হবে না। উল্লেখ্য গত বছর যে সকল ক্রিকেটার বয়স ভিত্তিক দলে জেলা টিমের সাথে সফর করেছে এবং খেলেছে তাদের কোন ভিডিও ধারণ করা লাখবে না। তারা সরাসরি প্রি-সিলেকশন বলে গণ্য হবে। তবে তাদের নির্ধারিত এইজের মধ্যে বয়স থাকতে হবে। এ বছর যাদের ১-৯-২০০৬ ইং তারিখের পূর্বে জন্ম তারা অনূর্ধ্ব-১৪, যাদের ১-৯-২০০৪ ইং তারিখের পূর্বে জন্ম তার অনূর্ধ্ব-১৬ এবং যাদের ১-৯-২০০২ ইং তারিখের পূর্বে জন্ম তার অনূর্ধ্ব-১৮ বলে গণ্য হবে। প্রি-সিলেকশন কার্যক্রম ১৫ অক্টোবর থেকে শুরু করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে শেষ করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More