অভিষেকের আগেই রিয়াল মাদ্রিদের অনুশীলনে নিষিদ্ধ আর্জেন্টাইন ‘মাস্তান’

স্টাফ রিপোর্টার:মাত্র ১৭ বছর বয়সেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। রিভার প্লেট থেকে তাকে কিনতে রিয়ালকে খরচ করতে হয়েছে ৪৫ মিলিয়ন ইউরো। তবে দলে আসার পরই এক অদ্ভুত সমস্যায় পড়েছেন মাস্তান্তুয়োনো।

স্প্যানিশ আইনের কারণে এখনই রিয়ালের মূল দলের সঙ্গে অনুশীলন করতে পারছেন না এই প্রতিভাবান মিডফিল্ডার। ‘রেমোনতাদা ব্লাঙ্কা’র সাংবাদিক আলভারো এসতেবান জানিয়েছেন, ‘মাস্তান্তুয়োনো এখনই রিয়ালের অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবে না। তাকে আলাদা থাকতে হবে।’

আইন অনুযায়ী, ১৮ বছর না হলে স্পেনে মূল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়া যায় না। তাই ১৪ আগস্ট তার জন্মদিনের আগ পর্যন্ত মাস্তান্তুয়োনোকে আলাদা অনুশীলনে থাকতে হবে।

রিয়াল অবশ্য এই সময়ে তার উন্নতির দিকে কড়া নজর রাখবে। নতুন মৌসুম শুরু হওয়ার আগেই এই তরুণের বয়স হবে ১৮। এরপরেই তিনি কোচ জাবি আলোনসোর অধীনে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করতে পারবেন।

আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও একবার মাঠে নেমেছেন মাস্তান্তুয়োনো। রিভার প্লেটের হয়ে খেলেছেন ৬৪টি ম্যাচ। গোল করেছেন ১০টি, করিয়েছেন আরও ৭টি। তিনি ডান উইং ও নাম্বার টেন পজিশনে খেলতে পারেন।

রিয়াল মাদ্রিদ নতুন লা লিগা মৌসুম শুরু করবে ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে। মাস্তান্তুয়োনোও সেই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে আশা করছে ক্লাবটি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More