অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে রাজা

ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করলেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের হারারেতে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন এই তারকা। ক্যারিয়ারে প্রথমবারের মতো এই স্বীকৃতি পেলেন রাজা।

সিকান্দার রাজা চলতি সপ্তাহে দুটি অর্ধশতক হাঁকিয়েছেন। শ্রীলংকার বিপক্ষে এক ম্যাচে ৯২ রানের পর আরেক ম্যাচে করেছেন অপরাজিত ৫৯। তাছাড়া প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৪৮ রান খরচায় একটি উইকেটও নিয়েছেন তিনি। যদিও তার দল দুই ম্যাচেই হেরেছে, তবু ব্যাট ও বলে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন রাজা।

এই কৃতিত্বে সিকান্দার রাজা আফগান দুই তারকা মোহাম্মদ নবী (২৯২ পয়েন্ট) ও আজমতউল্লাহ ওমরজাইকে (২৯৬) টপকে ৩০২ রেটিং পয়েন্টে পৌঁছেছেন। ব্যাটিংয়েও উন্নতি করে তিনি ৯ ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে এখন ২২তম স্থানে।

লংকান তারকা পাথুম নিশাঙ্কা ব্যাটিং র‌্যাংকিংয়ের অপরিবর্তিত শীর্ষ দশের কাছাকাছি চলে এসেছেন। দুই ম্যাচে ১২২ ও ৭৬ রানের ইনিংস খেলে তিনি সাত ধাপ এগিয়ে এখন ১৩তম স্থানে (৬৫৪ পয়েন্ট)।

জেনিথ লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠেছেন। বোলিং র‌্যাংকিংয়ে শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দো ছয় ধাপ এগিয়ে ৩১তম আর দিলশান মাদুশাঙ্কা আট ধাপ এগিয়ে ৫২তম স্থানে পৌঁছেছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More