অস্ট্রেলিয়ায় দর্শকদের মাঠে ফেরার অনুমতি

মাথাভাঙ্গা মনিটর: করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার কয়েকটি স্টেডিয়ামে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে। ক্রিকইনফো জানিয়েছে, এ ঘোষণায় টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে আশার আলো আসতে পারে। ক্রিকেট-ভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা গেছে, যেসব মাঠে ৪০ হাজারের কাছাকাছি দর্শক বসানো যায়, সেই মাঠগুলোতে ১০ হাজার করে মানুষকে প্রবেশ করতে দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে জুলাই থেকে এ ঘোষণা কার্যকর হবে। ক্রিকইনফো লিখেছে, এই গ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেটসহ বিগব্যাশেও দশর্করা প্রবেশ করতে পারবেন। লকডাউনের কারণে চলতি মরসুমে অন্য সব বোর্ডের মতো অস্ট্রেলিয়ারও বেশ আর্থিক ক্ষতি হয়েছে। ভারত তাদের দেশে এখন সফর করতে গেলে ক্ষতি কিছুটা পুষিয়ে যেতে পারে। কিন্তু দেশটি যাবে কি না, সেটিই প্রশ্ন। ভারতকে নেয়ার জন্য অস্ট্রেলিয়া নানা চেষ্টা করছে। তারই অংশ হিসেবে স্টেডিয়ামে দর্শক ফেরানো হচ্ছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৭ হাজার ২৮৩ জন কভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ১০২ জন মারা গেলেও সেরে উঠেছেন ৬ হাজার ৭৬১ জন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More