অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পাকিস্তান সফর চান সাঙ্গাকারা

স্পোর্টস রিপোর্টার: আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিরাপদ পাকিস্তান—এমন যারা ভাবেন তাদের মধ্যে সবার ওপরে নিঃসন্দেহে থাকবেন কুমার সাঙ্গাকারা। এবার শ্রীলঙ্কান এই কিংবদন্তি দাবি করেন, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার এখন যা অবস্থা তাতে দিব্যি সেখানে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসতে পারে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দল। এমসিসি সভাপতি সাঙ্গাকারা বলেন, এশিয়ার কোনো দল সেখানে সফরে গেল কি না, এটা কোনো ব্যাপার না। আমি মনে করি, নিরাপত্তার আশ্বাস পেলে এবং এই বিষয়ে আলোচনা হওয়ার পর ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া এমনকি দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফরের ব্যাপারে মনোস্থির করা উচিত। আমার মতে, পাকিস্তান এখন নিরাপদ।’এই মুহূর্তে পাকিস্তানে লম্বা সময়ের জন্য খেলতে যাওয়ার বাস্তবতা অবশ্য দেখছেন না সাঙ্গাকারা। তিনি বলেন, ‘লম্বা সফরের সঠিক সময় এটি নয়, আমি মনে করি না, নিকট ভবিষ্যতে পাঁচ টেস্টের সিরিজের সঙ্গে ওয়ানডে সিরিজ পরপর খেলতে দেখব। আমার মনে হয়, দুটি টেস্ট খেলে একটা বিরতি এরপর ফিরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা যেতে পারে।’সবশেষ ২০০৫ সালে পাকিস্তান সফর করে ইংল্যান্ড। ২০০০ সালের পর দক্ষিণ এশিয়ার দেশটিতে ওই একবারই খেলেছে তারা। অস্ট্রেলিয়া তো আরো আগে থেকেই পাকিস্তানে খেলতে যায় না, সবশেষ সফর করেছিলো সেই ১৯৯৮ সালে। ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বহনকারী বাসে সন্ত্রাসী হামলায় ছয় জন ক্রিকেটার আহত হন, ছয় পুলিশসহ আট জন প্রাণ হারান। এরপর থেকে লম্বা সময়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায় পাকিস্তানে। সেই হামলার অন্যতম শিকার সাঙ্গাকারা গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যান এমসিসি দলের নেতৃত্ব নিয়ে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More