আইসিসির নতুন সিইও সাঞ্জোগ গুপ্তা

আইসিসির নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সঞ্জোগ গুপ্তা। সোমবার তাকে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সপ্তম সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রীড়া প্রশাসক এর আগে জিওস্টার-এর ‘স্পোর্টস অ্যান্ড লাইভ এক্সপেরিয়েন্স’ বিভাগের সিইও হিসেবে কাজ করছিলেন।

সাঞ্জোগ নিয়োগ পেয়েছেন জিওফ অ্যালারডাইসের পদে। অ্যালারডাইস ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালনের পর ২০১২ সালে আইসিসিতে যোগ দেন। প্রথমে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক পদে কাজ করে পরে প্রধান নির্বাহী হন। ৮ মাস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে ২০২১ সালের নভেম্বরে পান পূর্ণকালীন নিয়োগ। এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দায়িত্ব থেকে সরে যান তিনি।

সাঞ্জোগকে দায়িত্ব দিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘আইসিসির সিইও হিসেবে সাঞ্জোগ ‍গুপ্তার নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। ক্রীড়া কৌশল এবং বাণিজ্যিকীকরণে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি, যা আইসিসির জন্য অমূল্য হবে। বিশ্বব্যাপী খেলাধুলার পাশাপাশি এমঅ্যান্ডই ল্যান্ডস্কেপ সম্পর্কে তার গভীর জ্ঞান, ক্রিকেট ভক্তদের দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তির প্রতি ক্রমাগত কৌতূহল আগামী বছরগুলোতে খেলাটির বিকাশে আমাদের উচ্চাকাঙ্ক্ষায় গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে।’

২০১০ সালে স্টার ইন্ডিয়ায় যোগ দিয়ে যাত্রা শুরু গুপ্তার। এরপর কনটেন্ট, প্রোগ্রামিং এবং স্ট্র্যাটেজি বিভাগ পেরিয়ে ২০২০ সালে হয়ে ওঠেন স্টার স্পোর্টসের প্রধান। গুপ্তার নেতৃত্বেই বহুভাষিক সম্প্রচার, ডিজিটাল-প্রথম কভারেজ এবং নারী ক্রীড়ার ওপর বিশেষ জোর দিয়ে ভারতে খেলাধুলার দর্শনই পাল্টে দেওয়া শুরু হয়। ২০২৪ সালে ভায়াকম১৮ ও ডিজনি-স্টার একীভূত হয়ে জিওস্টার গঠিত হলে, তাকে এই নতুন ক্রীড়া প্রতিষ্ঠানটির সিইও করা হয়।

সাঞ্জোগ বলেছেন, ‘এই সুযোগ পাওয়াটা সত্যিই সৌভাগ্যের, বিশেষ করে এমন এক সময়ে যখন ক্রিকেট অভূতপূর্ব প্রবৃদ্ধির দিকে। এটা হলো খেলাটির জন্য উত্তেজনাপূর্ণ সময়। বৃহৎ পরিসরের ইভেন্টগুলোর মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, বাণিজ্যিক সুযোগগুলো প্রশস্ত হচ্ছে এবং নারীদের খেলার জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More