আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে ৪ হ্যাট্রিক সহ ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন পৌর ডিগ্রি কলেজের জীবন।

স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করেছে। টুর্নামেন্টে ৪ হ্যাট্রিক সহ ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন চুয়াডাঙ্গা  পৌর ডিগ্রি কলেজের ১০ নং জার্সিধারী খেলোয়াড়  জীবন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে শুরু হয় টূর্ণামেন্টের জমজমাট ফাইনাল খেলা। ফাইনালে মুখোমুখি হয় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ। ফাইনালে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ ৬-০ গোলের বড় ব্যবধানে চুয়াডাঙ্গা সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জণ করে। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের পক্ষে জীবন ৪টি,নাছরুল ও প্রান্ত ১টি করে গোল করেন। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা,অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)মিনহাজুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-নাঈম ও বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্কো।
এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানা, বিদ্যুৎসাহী সদস্য বিপুল হাসান হ্যাজি, সহকারী অধ্যাপক কামরুজ্জামান, নাজনীন আরা, হাসিবুল ইসলাম,জৈষ্ঠ্য প্রভাষক খসরুজ্জামান,আব্দুল কুদ্দুস রতন, হেলেনা নাসরিন, চুয়াডাঙ্গা ডিএফএর সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার,সাবেক ফুটবলার সরোয়ার হোসেন জোয়ার্দ্দার,নাজমুল হক শান্তি, বাবু মুন্সী, শহিদুল কদর জোয়ার্দ্দার,তরিকুল ইসলাম তরু,চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল ইকবাল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকরামুল হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান  প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে চ্যাম্পিয়ণ ও রানারআপ দলের হাতে প্রাইজমানি,ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।
টূর্ণামেন্টের সেরা গোল রক্ষক নির্বাচিত হন মুন্সীগঞ্জ নিগার সিদ্দিক কলেজের গোল রক্ষক সুমন।  টুর্নামেন্টে  সর্বোচ্চ ১৩ টি ব্যক্তিগত গোল ও ফাইনালে হ্যাটট্রিকসহ ৪টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার এবং প্লেয়ার অফ দি ফাইনাল পুরস্কার জয় লাভ করে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় জীবন।
অসাধারণ নৈপুণ্য দেখিয়ে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ন হওয়ায়  কলেজের গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টু সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। টুর্নামেন্ট পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা।
খেলার ধারা বিবরণী প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইসলাম রকিব।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More