আর্জেন্টিনা দলে চমক, বাদ পড়েছেন এনজো

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটির স্কোয়াডে নেতৃত্বে আছেন লিওনেল মেসি। ৩১ জনের দলে রয়েছে বেশ কিছু চমক। এই স্কোয়াডে জায়গা হয়নি এনজো ফার্নান্দেজের।

সবশেষ দল থেকে বাদ পড়েছেন তিনজন ডিফেন্ডার— ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো। এনজো ছাড়াও মিডফিল্ডার এনজো বারেনেচিয়াও নেই ৩১ জনের দলে। অভিষেকের অপেক্ষায় থাকা হোসে ম্যানুয়েল লোপেজকে রেখেছেন লিওনেল স্কালোনি।

এছাড়াও বেশ কয়েকজন তরুণ আর্জেন্টাইন প্রতিভা রয়েছেন— ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি, পোর্তোর মিডফিল্ডার অ্যালান ভারেলা এবং সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো।

আগামী ৪ সেপ্টেম্বর বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর ইকুয়েডরের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে মেসিদের সংগ্রহ ৩৫ পয়েন্ট। এখন পর্যন্ত তারা লাতিন অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে ইকুয়েডরের চেয়ে ১০ পয়েন্ট বেশি আলবিসেলেস্তেদের। তিনে রয়েছে ব্রাজিল।

আর্জেন্টিনা স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়েথ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, হুলিও সোলের ও ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এসেকিয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লেয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসো ও ভ্যালেন্তিন কার্বোনি।

ফরোয়ার্ড: ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জুলিয়ানো সিমিওনে, অ্যাঞ্জেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হোসে ম্যানুয়েল লোপেজ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More