আলমডাঙ্গা বাদেমাজু বীর মুক্তিযোদ্ধা শাফায়েত-উল-ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এরশাদপুর একাদশ চ্যাম্পিয়ন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বাদেমাজু বীর মুক্তিযোদ্ধা শাফায়েত-উল- ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শাফায়েত-উল-ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০-২১র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় এরশাদপুর একাদশ ৫-১ গোলে বন্ডবিল একাদশকে হারিয়ে জয়লাভ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মরহুম শাফায়েত-উল-ইসলামের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মেধাবিকাশে সাহায্য করে। বিভিন্ন অপরাধমূলক কর্মকা- থেকে দূরে রাখে সেজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। আপনারা এলাকায় বেশি বেশি খেলাধুলার আয়োজন করবেন। আপনাদের এলাকায় খেলাধুলার আয়োজন করতে যেকোনো ধরনের সহযোগিতার জন্য আমাকে স্মরণ করবেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, যুগ্মসম্পাদক কাজী রবিউল হক, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল, বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন, এসআই কামরুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল গাফফার, পৌর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক রাজাবুল হক মনা, সমাজসেবক আশরাফুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মহাসিন আলী, আবদার আলী, বদর মেম্বার, নিলুফা মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউনুস আলী, জামাজামি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবলু চৌধুরী, আওয়ামী লীগ নেতা রাহাত আলী, টুটুল, জেকের আলী, সিরাজ, ডাউকি ইউনিয়নের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইউনুস আলী মাস্টার, বাদেমাজু যুবসমাজের জয়নাল আবেদীন, মনোয়ার হোসেন খোকন, সোহেল রানা, সেন্টু, জাকির, ইয়াহিয়া, জহুরুল ইসলাম প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More