আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের আলোচনার কেন্দ্রবিন্দু মালকিন কাব্য মারানও। ম্যাচের সময় তার রাগ, উচ্ছ্বাস কিংবা হতাশা সবই ধরা পড়ে টিভি ক্যামেরায়।
দলের প্রতি তার আবেগ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন কাব্য। জানিয়েছেন, ক্যামেরাম্যানই তাকে খুঁজে বের করেন।
০২৩ সালের আইপিএল নিলামে প্রথমবার সবার নজরে আসেন সান গ্রুপ চেয়ারম্যান কলানিধি মারানের কন্যা কাব্য।
এরপর থেকে হায়দরাবাদের প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে দেখা যায় তাকে। ক্যামেরায় তার আবেগী প্রতিক্রিয়াগুলিই মিমের উৎস।
কাব্য নিজেই বললেন, ‘আমি খুব আবেগ দিয়ে খেলা দেখি। তাই হয়তো আমার প্রতিক্রিয়াগুলো এতটা নজরে আসে। হায়দরাবাদে আমি সব সময় এক জায়গায় বসি, অন্য শহরে বক্সে একটু আড়ালে থাকার চেষ্টা করি। তবুও ক্যামেরাম্যান আমাকে খুঁজে বের করে ফেলে!’
শুধু মালকিন হিসেবে নয়, হায়দরাবাদ দলের সঙ্গে গভীরভাবে জড়িয়েও গেছেন কাব্য। ম্যাচের জয়-পরাজয়ে আবেগে ভেসে যান তিনি। ২০২৪ সালের আইপিএল ফাইনাল হেরে সরাসরি ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করেন তিনি। আর যখন মাঠে ব্যর্থ হয় দল, তখন সোশ্যাল মিডিয়া মিমে ভরে যায়।
সম্প্রতি সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও চাউর হয়েছে। বলা হয়, তারা নাকি একসঙ্গে বিদেশে ঘুরতে গেছেন এবং বিয়ের পরিকল্পনাও রয়েছে।
তবে অনিরুদ্ধ সেই খবর নাকচ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্টভাবে লিখেছেন, ‘বিয়ে? বন্ধুরা শান্ত হোন। গুজব ছড়াবেন না, প্লিজ।’
আইপিএল ছাড়াও কাব্য মারান এবং তার পরিবারের মালিকানাধীন সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির একটি দল রয়েছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে। সেখানকার সানরাইজার্স ইস্টার্ন কেপ ২০২৩ ও ২০২৪—দুই মৌসুমেই শিরোপা জিতেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.