ইংল্যান্ড সফরে গেলো পাকিস্তান ক্রিকেট দল

মাথাভাঙ্গা মনিটর: মহামারী করোনার ঝুঁকির মধ্যেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেলো পাকিস্তান ক্রিকেট দল। গতকাল রোববার সকালে চার্টার্ড বিমানে ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করে পাকিস্তানের ২০ জন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের ১১ সদস্য। ইংল্যান্ডে পৌঁছুনোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে আজহার আলী ও বাবর আজমদের। আগামী আগস্ট মাসে মাঠে গড়াবে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ আগস্ট ম্যানচেস্টারে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। ১৩ আর ২১ আগস্ট সাউদাম্পটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচ। একই ভেন্যুতে ২৯ ও ৩১ আগস্ট আর ২ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড সফরের আগে টেস্ট সিরিজ জয়ের প্রত্যয় ব্যক্ত করে পাকিস্তানের অধিনায়ক আজহার আলী বলেছেন, আমরা যদি ৩০০ বা তার এর বেশি রান তুলতে পারি তাহলে ইংল্যান্ডকে হারাতে পারবো। গত কয়েক সফরে আমরা দারুণ খেলেছি। আমার ধারণা আমাদের পেস ও স্পিন আক্রমণ ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ভালোই পরীক্ষা নেবে। ইংল্যান্ড সফরে গেলেন আজহার আলী, বাবর আজম, আবিদ আলি, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, উসমান শিনওয়ারি, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মুসা খান, নাসিম শাহ, রোহাইল নাজির ও ইয়াসির শাহ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More