ইউরোপিয়ান শিরোপার তৃপ্তি নিয়ে টটেনহ্যাম ছাড়ার ঘোষণা সনের

স্টাফ রিপোর্টার:টটেনহ্যামের সঙ্গে এক দশকের যাত্রার ইতি টানার ঘোষণা দিয়েছেন অধিনায়ক সন হিউং-মিন। নতুন মৌসুম শুরুর আগেই লিলিহোয়াইটদের আনুষ্ঠানিকভাবে বিদায় বলতে চান তিনি।

নিজ দেশ দক্ষিণ কোরিয়ায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে টটেনহ্যামের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরু করার আগে আমি বলতে চাই এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবও যথাযোগ্য সম্মান দেখিয়ে আমাকে এই সিদ্ধান্তে সহায়তা করছে।’

এটিকে ‘ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে সন যোগ করেন, ‘ক্যারিয়ারকে পরের ধাপে নিয়ে যেতে আমি নতুন পরিবেশে যেতে চাই। সামান্য পরিবর্তন দরকার—১০ বছর অনেক দীর্ঘ সময়।’

‘আমি যখন উত্তর লন্ডনে এসেছিলাম, তখন আমি মাত্র ২৩ বছরের এক তরুণ ছিলাম। এখন আমি একজন পরিপক্ক মানুষ হিসেবে, গর্বিত একজন মানুষ হিসেবে ক্লাবটি ছেড়ে যাচ্ছি’-যোগ করেন ৩৩ বছর বয়সি এই ফুটবলার।

২০১৫ সালে জার্মানির বায়ার লেভারকুজেন থেকে টটেনহ্যামে যোগ দেন সন। ক্লাবটির হয়ে ৪৫৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমে ১৭৩ গোল করেছেন, বানিয়ে দিয়েছে আরও ১০১টি গোল। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগে তিনি ও লিভারপুলের মো সালাহ দুজনেই ২৩টি করে গোল করে যুগ্ম সর্বোচ্চ গোলদাতা হন।

তবে ক্লাবের হয়ে তার সেরা অর্জন এসেছে চলতি বছরে। গত মে মাসে তার অধিনায়কত্বেই ইউরোপা লিগ শিরোপা জিতেছে টটেনহ্যাম। এর মাধ্যমে ১৭ বছরের ট্রফিখরা কেটেছে ক্লাবটির, একইসঙ্গে ৪১ বছর পর তারা ছুঁয়ে দেখেছে কোনো ইউরোপিয়ান শিরোপা।

সনের বিদায়ের ঘোষণার পর একই সংবাদ সম্মেলনে নতুন টটেনহ্যাম কোচ থমাস ফ্রাঙ্ক বলেন, ‘সন প্রতিটি দিক থেকে স্পার্সের একজন সত্যিকারের কিংবদন্তি, প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।’

নিউক্যাসলের পর আগামী ৭ আগস্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে টটেনহ্যাম। এরপর ১৩ আগস্ট পিএসজির বিপক্ষে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে দলটি। এই দুই ম্যাচে সন অংশ নেবেন কিনা তা নিয়ে এখনো কিছু জানা যায়নি।

কারণ সনকে নিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসির সঙ্গে এখন আলোচনা চলছে টটেনহ্যামের। ধারণা করা হচ্ছে, সুপার কাপ ম্যাচের আগেই টটেনহ্যামকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দেবেন সন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More