ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ

মোহামেদ সালাহ ইতিহাস গড়লেন। লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর মিশরীয় এই ফরোয়ার্ড তৃতীয়বারের মতো পিএফএ পুরুষ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। মঙ্গলবার রাতে এই ঘোষণা দেয় পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ।

সালাহ গত মৌসুমে লিভারপুলের হয়ে ২৯টি গোল করেছেন এবং সতীর্থদের ১৮টি গোলে সহায়তা দিয়েছেন। তার অসাধারণ পারফরম্যান্সে লিভারপুল চার ম্যাচ হাতে রেখেই ২০তম ইংলিশ শীর্ষ পর্যায়ের শিরোপা জেতে।

৩৩ বছর বয়সী সালাহ এর আগে ২০১৭-১৮ এবং ২০২১-২২ মৌসুমেও একই পুরস্কার জিতেছিলেন। এর সঙ্গে এবার এই পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়লেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে এই বর্ষসেরার পুরস্কার তিনি জিতেছেন তিন বার। গত কয়েক মাসে তিনি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) বর্ষসেরা খেলোয়াড় এবং প্রিমিয়ার লিগ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।

এদিকে অ্যাস্টন ভিলার তরুণ মিডফিল্ডার মরগান রজার্স জিতেছেন পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। দুর্দান্ত মৌসুম কাটিয়ে তিনি ইংল্যান্ড জাতীয় দলে অভিষিক্তও হয়েছেন।

পিএফএ বর্ষসেরা একাদশেও অবধারিতভাবেই আছেন সালাহ। লিভারপুল সতীর্থ ভার্জিল ভ্যান ডাইক, রায়ান গ্র্যাভেনবার্চ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং নতুন যোগ দেওয়া মিলোস কেরকেজও আছেন এই দলে। আর্সেনালের উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডেকলান রাইসও জায়গা পেয়েছেন। নটিংহ্যাম ফরেস্টের মাতজ সেলস ও ক্রিস উড, আর নিউক্যাসলের আলেকজান্ডার ইসাকও বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন। ইসাক গোল্ডেন বুটের দৌড়ে সালাহর পর দ্বিতীয় হয়েছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More