ইতিহাস গড়ার পথে ইংল্যান্ড, হতাশ ভারত

স্টাফ রিপোর্টার:জো রুট, হ্যারি ব্রুক আর বেন ডাকেটের ব্যাটিং শৈলীতে হতাশ ভারতীয় ক্রিকেটাররা। ইংল্যান্ড সফরে সিরিজ জয়ের স্বপ্ন দেখা শুবমান গিলের নেতৃত্বাধীন দলটি; শেষ টেস্টে জিতে সিরিজে অন্তত ড্র করতে চেয়েছিল। তাদের সেই আশায় গুড়েবালির অবস্থা।

ওভালে চতুর্থ ইনিংসে রেকর্ড ৩৭৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করেছেন হ্যারি ব্রুক, জো রুট ও বেন ডাকেট। হ্যারি ব্রুক ১১১ রান করে ফিরেন। ৫৪ রান করেন বেন ডাকেট। ৯৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের দুয়ারে নিয়ে যাচ্ছেন জো রুট।

চতুর্থ দিনের চা পানের বিরতির আগে ইংল্যান্ড ৪ উইকেটে করেছে ৩১৭ রান। ৯৮ রানে অপরাজিত আছেন রুট। দলের জয়ে ইংল্যান্ডের প্রয়োজন ৫৭ রান।

লন্ডনের কিংস্টন ওভালে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ খেলায় টস হেরে প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন করুন নায়ার। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন গাস অ্যাটকিনসন। ৩ উইকেট নেন জশ টঙ্গুই।

জবাবে ব্যাট করতে নেমে ২৩ রানের লিড নিয়ে ২৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জ্যাক ক্রলি। ৫৩ রান করেন হ্যারি ব্রুক। ৪৩ রান করেন বেন ডাকেট। ভারতের হয়ে ৪টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন ওপেনার জশস্বী জয়সওয়াল, আকাশ দীপ, রবিন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দর।

আকাশ দীপ দ্বিতীয় দিনের শেষ বিকালে নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নেমে ৬৬ রানের রেকর্ড গড়েন। ৫৩ রান করে করেন জাদেজা আর ওয়াশিংটন সুন্দর।

তবে ওপেনার হিসেবে অবিশ্বাস্য ব্যাটিং করেন জয়সওয়াল। তিনি ১১৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলায় দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৯৬ রান। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন জশ টাঙ্গুই। ৩ উইকেট নেন গাস অ্যাটকিনসন।

প্রথম চার টেস্টের মধ্যে ২টিতে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ডের সিরিজ জয়ে শেষ টেস্টে জয় অথবা ড্র করা প্রয়োজন।

৩৭৪ রানের লক্ষ্য তাড়া করে জয় পেতে হলে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে। কারণ ওভালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়া করে জয়ের রেকর্ড হলো ২৬৩। ইংল্যান্ড এই কীর্তি গড়েছিল ১২৩ বছর আগে, ১৯০২ সালে। সেই ম্যাচে তারা জিতেছিল ১ উইকেটে। তার মানে ওভাল টেস্টে জিততে হলে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More