উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের দুটি বাংলাদেশের

স্টাফ রিপোটার: ক্রিকেটের মর্যাদাপূর্ণ প্রকাশনা ‘উইজডেন’ একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে। এতে বাংলাদেশের দুটি স্মরণীয় সিরিজ জায়গা পেয়েছে, যা দেশটির টেস্ট ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত। ১৫তম স্থানে: বাংলাদেশ বনাম ইংল্যান্ড- ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলা দুই ম্যাচের সিরিজটি এসেছে তালিকার ১৫ নম্বরে। এই সিরিজেই অভিষেক হয়েছিল তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজের। প্রথম টেস্টে চট্টগ্রামে লড়াই করেও হেরে যায় বাংলাদেশ। তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে ঘটে যায় ইতিহাস। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে চা বিরতির আগ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১০০ রান তুলেছিল। মনে হচ্ছিল, তারাই জিতবে। কিন্তু চা বিরতির পর এক সেশনেই ধসে পড়ে ইংলিশ ব্যাটিং লাইনআপ। মিরাজ নেন ৬ উইকেট, সাকিব আল হাসান নেন ৪ উইকেট। ইংল্যান্ড অলআউট হয়ে যায় মাত্র ১৬৪ রানে। বাংলাদেশ পায় ১০৮ রানের ঐতিহাসিক জয়। ৭ম স্থানে: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ- ২০২১ সালে কোভিড-পরবর্তী সময়ে বাংলাদেশের মাটিতে হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি তালিকায় রয়েছে ৭ম স্থানে। অনেকে ভাবছিল, দুর্বল স্কোয়াড নিয়ে আসা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিরিজ জেতা সম্ভব নয়। কিন্তু প্রথম টেস্টেই ঘটে চমক। চট্টগ্রামে ২১০ রানের হার না মানা ঐতিহাসিক ইনিংস খেলেন কাইল মেয়ার্স। ক্যারিবিয়ানরা পায় ৩ উইকেটের নাটকীয় জয়। দ্বিতীয় টেস্টেও দারুণ লড়াই করে দুই দল, তবে শেষ পর্যন্ত সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৫ম স্থানে রয়েছে ২০২১-২২ সালে ইংল্যান্ড-ভারতের ২-২ ব্যবধানে ড্র হওয়া সিরিজ। ৪র্থ স্থানে রয়েছে ২০২৩ সালের অ্যাশেজ সিরিজ (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড), যা ২-২ এ ড্র হয়েছিল। আর সেরা সিরিজ হিসেবে বিবেচিত হয়েছে ২০২০-২১ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফর। প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পরও ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়, যা উইজডেনের মতে প্রত্যাবর্তনের সবচেয়ে সুন্দর গল্প।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More