উন্নতির ধারা অব্যাহত থাকলে বিশ্বকাপে ভালো হবে’

মাত্র ১৩ দিনের ব্যবধানে এশিয়ার দুই বিশ্বকাপজয়ী দলের বিপক্ষে পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। টাইগারদের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন পারফরম্যান্সের ধারবাহিকতা ধরে রাখতে পারলে আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা সম্ভব।

১০, ১৩ ও ১৬ জুলাই শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেলে, ডাম্বুলা এবং কলম্বো স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মুখোমুখি হয় বাংলাদেশ। পাল্লেকেলেতে হেরে গেলেও ডাম্বুলা ও কলম্বোতে টানা দুই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

শ্রীলংকাকে তাদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ইতিহাস গড়ে দেশে ফিরেই পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ।

গত ২০ এবং ২২ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ১১০ ও ১২৫ রানে অলআউট করে টানা দুই ম্যাচে ৭ উইকেট ও ৮ রানের দাপুটে জয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

এই সিরিজ জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজির গড়ল টাইগাররা।

টাইগারদের সার্বিক পারফরম্যান্স মূল্যায়ন করে রাজ্জাক বলেন, ‘দলের সবার পারফরম্যান্স ভালো হয়েছে বলেই ম্যাচ জিতেছি। আলাদা করে কারো কথা বলার নাই। সবাই মিলে আসলে, এটা সম্মিলিত প্রচেষ্টা ছিল। বিশ্বকাপ অনেক পরের ব্যাপার। এর মধ্যে আমরা চাই দলকে সুন্দরভাবে তৈরি করতে।’

জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা না করে আমাদের বাকি যেসব খেলা আছে, স্টেপ বাই স্টেপ যেন আগাতে পারি। নরমালভাবে আমরা যদি উন্নতি করতে থাকি, তাহলে বিশ্বকাপে আমাদের এমনিই ভালো হবে। আগে থেকে চিন্তা না করাই ভালো আরকি।’

আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সেই ম্যাচে জিতে পাকিস্তানকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করতে চায় টাইগাররা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More