একজন খেলোয়াড়ই পারে দেশের জন্য পরিচিতি বয়ে আনতে

দামুড়হুদার জয়রামপুর ইউথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি টগর

মিরাজুল ইসলাম মিরাজ: দামুড়হুদার জয়রামপুর ইউথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উকতো একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি মাঠে নামে রঘুনাথপুর একাদশ বনাম উকতো একাদশ। জয়রামপুর ইউথ ক্লাবের আয়োজনে ইউথ ক্লাব মাঠে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রঘুনাথপুর একাদশ কে ২-০ গোলে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে উকতো একাদশ। খেলা শেষে দামুড়হুদার জয়রামপুর ইউথ ক্লাবের প্রধান উপদেষ্টা আহসান কবির রিপনের সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলি আজগার টগর।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা মানুষকে আনন্দ দেয়। এছাড়াও শরীর মন ভালো রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রাম পর্যায়ে এ ধরণের টুর্নামেন্টের আয়োজন করলে ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে। একজন খেলোয়াড়ই পারে উপজেলা, জেলা ও দেশের পরিচিত ঘটাতে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার যখনি ক্ষমতায় আসে দেশের খেলোয়াড়রা দেশের জন্য বিশ্ব দরবার থেকে সুনাম বয়ে আনে। বর্তমানে ক্রীড়াঙ্গন কে আধুনিকায়ন করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। একমাত্র নিয়মিত খেলাধুলায় পারে যুবসমাজকে মাদকের কড়ালগ্রাস থেকে রক্ষা করতে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাউলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সহিদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন। এ সময় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব। দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা নিশান তরফদার ও গোলাম সরোয়ার ছোটনের যৌথ সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ফুটবলার মুন্নাফ হোসেন, সামসুল আলম, আব্দুল মালেক, রাজীব, স্বপন, রাশেদুল ইসলাম রনি, হাফিজুর, আরিফ, নাজির, মুসা, হাসিবুল, সামসুল হক, উপজেলা ছাত্রলীগনেতা এমএ করিমসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ সহ গণমান্য ব্যক্তিবর্গ। জয়রামপুর ইউথ ক্লাবের সভাপতি জাকির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন একরামুল হাসান নিপুন, সহকারী রেফারি ছিলেন আব্দুস সবুর ও তরিকুল ইসলাম আলো। ধারাভাষ্যকার ছিলেন শামীম খাঁন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More