‘এমন হলে নেপালের সঙ্গেও হারবে পাকিস্তান’

আইসিসির সহযোগী সদস্য দলগুলোর মধ্যে অন্যতম একটি হলো নেপাল। এশিয়ার এই দেশটির প্রধান খেলা ক্রিকেট হলেও; ক্রিকেটে এখনও সেভাবে উন্নতি করতে পারেনি। যে কারণে টেস্ট ম্যাচ খেলার মর্যাদা এখনও পায়নি পাহাড় ঘেরা দেশটি। দেশটির রাজধানী কাঠমান্ডু।

পাকিস্তানের ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কাঠমান্ডুর দল তথা নেপালের সঙ্গে তুলনা করেছেন সাবেক তারকা ক্রিকেটার বাসিত আলী।

গত জুলাই মাসে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে সমান ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে সমালোচনা কিছুটা হলেও সামাল দেয় ক্রিকেট পাকিস্তান।

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজের শুরুতেও সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত ছিল। প্রথম ওয়ানডেতে জয় পাওয়া পাকিস্তান, পরের দুই ম্যাচে হেরে ৩৪ বছর পর উইন্ডিজের বিপক্ষে সিরিজ হারে। শুধু সিরিজ হারাই নয়! শেষ ওয়ানডেতে ৯২ রানে অলআউট হয়ে চরম লজ্জায় পড়েছে ক্রিকেট পাকিস্তান। যে কারণে ঘরে বাইরে পাকিস্তান দলকে নিয়ে সমালোচনা হচ্ছে।

আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে প্রায় প্রতি ম্যাচেই ক্রিকেটারদের পরিবর্তন করছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। গত জুলাইয়ে বাংলাদেশ সফরে এসে প্রায় প্রতি ম্যাচেই একাদশে পরিবর্তন করেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এমন চিত্র দেখা গেছে। প্রথম ওয়ানডে জয়ের পর দ্বিতীয় ম্যাচে একাদশে তিনটি পরির্তন আনে পাকিস্তান।গতকাল সিরিজের শেষ ম্যাচেও একটি পরিবর্তন এনেছে তারা।

দলে বারবার পরিবর্তনের কারণে ক্রিকেটাররা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, এমনটি বলছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার বাসিত আলী।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেন, ‘আমার মতে, আমাদের প্রধান কোচের উচিত অভিভাবকের মতো এত পরিবর্তন না করে পাকিস্তানের ক্রিকেটের সহায়ক হিসেবে কাজ করা। কখনো দুইটা পরিবর্তন আবার কখনো তিনটা—অনেকটা ইসলামাবাদ ইউনাইটেডের মতো। আপনি জানেন উত্তর কী দেবে? বড় ইভেন্টের জন্য আমরা দল গোছাচ্ছি।’

বাসিত আলী আরও বলেন, ‘পাকিস্তান দলের আসল সমস্যাটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। আপনি যদি ক্রিকেটারদের আত্মবিশ্বাস না দেন এবং এভাবে পরিবর্তন করতে থাকেন তাহলে আমার মনে হয় তারা কেবল কাঠমান্ডুর মতো দলের সঙ্গে পারফর্ম করবে। আন্তর্জাতিক পর্যায়ে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ, পাকিস্তান দলে এটাই মিসিং।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More