এশিয়া কাপের সেরাদের তালিকায় বাংলাদেশি এই তারকা

স্টাফ রিপোর্টার:রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা নামে। টুর্নামেন্টের শুরু থেকে অপরাজিত থেকেই শিরোপা নিয়ে বাড়ি ফেরে টিম ইন্ডিয়া।

গ্রুপপর্ব, সুপার ফোর এবং গতকাল ফাইনালে তিনবারের দেখায় পাকিস্তানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে ভারত।

গতকাল পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপে রেকর্ড ৯ বার শিরোপা জিতে নেয় ভারত। পাকিস্তান টুর্নামেন্টে ষষ্ঠবার ফাইনালে খেলে চতুর্থবারের মতো হেরে যায়।

এশিয়া কাপের সদ্য শেষ হওয়া আসরে বেশ কয়েকজন তারকা দাপট দেখিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান।

বোলিংয়ে সবার সেরা ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ভারতের হয়ে ৭ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। এই চায়নাম্যান বোলার ওভারপ্রতি মাত্র ৬.২৭ করে রান খরচ করেছেন। ফাইনালে ৪ উইকেটসহ টুর্নামেন্টজুড়ে দারুণ পারফর্ম করেছেন এই বোলার। সবমিলিয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরেই ছিলেন কুলদীপ।

বোলিংয়ে দ্বিতীয় অবস্থানে আছেন শাহিন শাহ আফ্রিদি। ৭ ম্যাচে ১০ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা ও সব মিলিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলার তিনি। টুর্নামেন্টে ওভারপ্রতি রান খরচ করেছেন ৬.৬০ করে।

তৃতীয় অবস্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকী। সুপার ফোরে খেলতে না পারলেও মাত্র ৩ ম্যাচেই ৯ উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে জায়গা করে নিয়েছেন ৩২ বছর বয়সী পেসার।

এই তালিকায় পরের নামটা বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমানের। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা দ্য ফিজের ৬ ম্যাচে উইকেট সংখ্যা ৯টি।

ফাইনালে বাজে বোলিং করলেও হারিস রউফ আছেন সেরা পাঁচে। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা রউফ ফাইনালে একেবারেই ভালো করতে পারেননি। সবমিলিয়ে টুর্নামেন্টে তার খেলা ৫ ম্যাচে ১৮.৩৩ গড়ে শিকার করেছেন ৯ উইকেট।

একনজরে এশিয়া কাপে সেরা সেরা পাঁচ বোলার-

কুলদীপ যাদব – ১৭ উইকেট (৭ ইনিংস)

শাহীন শাহ আফ্রিদি – ১০ উইকেট (৭ ইনিংস)

জুনায়েদ সিদ্দিকী – ৯ উইকেট (৩ ইনিংস)

মুস্তাফিজুর রহমান – ৯ উইকেট (৬ ইনিংস)

হারিস রউফ – ৯ উইকেট (৫ ইনিংস)।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More