ফয়সালা হয়নি কিছুই। তবে এশিয়া কাপ নিয়ে শঙ্কা কেটেছে, সম্ভাবনা জেগেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভিও আশ্বাস দিয়েছেন। ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আসরে একই গ্রুপে লড়বে ভারত ও পাকিস্তান। খুব দ্রুতই টুর্নামেন্টের সূচি জানাবে ভারত।
এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ হওয়ার কথা ভারতে। বিসিসিআই আয়োজক থাকলেও টুর্নামেন্টটি গড়াবে সংযুক্ত আরব আমিরাতে। টাইমস অব ইন্ডিয়া বলছে, পুরো আসরে দুটি ভেন্যু রাখতে পারে ভারত। তবে ঠিক কোন সময়ে খেলাটি মাঠে গড়াবে, তা জানা যায়নি।
গণমাধ্যমটি বিসিসিআই কর্মকর্তার বরাতে বলেছেন, এশিয়া কাপ হবে, এটা নিশ্চিত। বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুকলা ও এসিসি প্রধান নাকভি খুব দ্রুতই দেখা করবে। সেসময়ই টুর্নামেন্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত করবে।’
তবে পত্রিকাটির সিনিয়র সহসম্পাদক গৌরব গুপ্তর দাবি, ঢাকায় হতে যাওয়া এসিসি সভা শেষেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এবারের এশিয়া কাপে খেলবে আট দল—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওমান, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত।
গুপ্ত প্রথমে জানিয়েছিলেন, ২১ সেপ্টেম্বর এই টুর্নামেন্টটির ফাইনাল হবে এবং ৫ সেপ্টেম্বর শুরু হবে। পরে তিনি জানিয়েছেন, টুর্নামেন্টটি ৮ তারিখে শুরু হয়ে শেষ হবে ২৮ তারিখে। এশিয়া কাপের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই ও আবু ধাবিতে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি।
আজ ঢাকায় এসিসির সভা শেষে এসিসি প্রধান নাকভি বলেছেন, ‘এই বিষয়ে (এশিয়া কাপ) শীঘ্রই ঘোষণা আসবে। বিসিসিআই-এর সঙ্গে আলোচনা করছি। আশা করি খুব দ্রুতই বিষয়টির সমাধান হবে। ভেন্যুও আমরা শীঘ্রই ঘোষণা করব। আমরা (২০২৭ এশিয়া কাপ) নিয়েও আলোচনা করেছি। আমি এবং আমিনুল ভাই (বিসিবি সভাপতি) কিছু অমীমাংসিত বিষয় সমাধান করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব এটির কার্যক্রম সম্পন্ন করবো।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.