ঐতিহাসিক সিরিজ জয়ে সুখবর পেলেন তারকারা

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। টানা দুই ম্যাচ জয়ে দারুণ পারফরম্যান্সে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এগিয়েছেন শেখ মেহেদি হাসান, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম।

র‍্যাংকিংয়ের সেরা দশে মোস্তাফিজ। বড় লাফ দিয়েছেন তানজিম হাসান সাকিব ও জাকের আলি অনিক।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সেরা দশে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজ। ব্যাটসম্যানদের মধ্যে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান, জাকের আলি।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে আইসিসি। পাকিস্তান সিরিজে আলো ছড়িয়ে র‍্যাংকিংয়ে এগিয়েছেন শেখ মেহেদি হাসান, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলামও।

সিরিজের প্রথম ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড গড়ে ৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ। পরের ম্যাচে ১৫ রান খরচায় তার শিকার ১টি। দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ১৭ ধাপ এগিয়ে এখন ৯ নম্বরে তিনি। ২০২১ সালের অক্টোবরের পর এবারই প্রথম সেরা দশে ঢুকলেন মোস্তাফিজ।

বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠেছেন অভিজ্ঞ অফ স্পিনার মেহেদি। তার সমান ৯ ধাপ এগিয়েছেন তানজিম হাসানও। তার বর্তমান অবস্থান ৩৭তম।

দ্বিতীয় ম্যাচের একাদশে ফিরে মাত্র ১৭ রানে ৩ উইকেট নেন শরিফুল। ১৪ ধাপ এগিয়ে তিনি আছেন ৪৩ নম্বরে। এছাড়া ১ ধাপ এগিয়ে ২৭তম স্থানে তাসকিন আহমেদ। আর ৩ ধাপ পিছিয়ে রিশাদ হোসেন এখন ২০ নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি।

ব্যাটসম্যানদের তালিকায় ১৮ ধাপ এগিয়েছেন তানজিদ। ৫৫৭ রেটিং নিয়ে এখন ৩৭ নম্বরে বাঁহাতি ওপেনার। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান তার ওপরে নেই। ২ ধাপ এগিয়ে কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাগে ৩৯ নম্বরে হৃদয়।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলে ১৮ ধাপ এগিয়ে আর ৫০৮ রেটিং নিয়ে তিন জনের সঙ্গে যৌথভাগে ৫৩ নম্বরে জাকের। এটিই তার ক্যারিয়ার সেরা রেটিং ও র‍্যাঙ্কিং।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ৪ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন রোস্টন চেইস। ৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২ নম্বরে উঠেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার। তার সামনে শুধু ভারতের হার্দিক পান্ডিয়া।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More