কুষ্টিয়ায় দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে মাদক মামলায় আবু শাফায়েতুল আলম ও রুবেল আলী নামে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আনিসুল ইসলাম। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আবু শাফায়েতুল আলম ফরিদপুর সদর উপজেলার গুহ লক্ষ্মীপুর গ্রামের জগলুল আলমের ছেলে এবং রুবেল আলী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর ভেল্লাবাড়িয়া এলাকার লোকমান হোসেনের ছেলে। তারা দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। হেরোইন, ফেনসিডিল, গাঁজা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করতেন।

রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত আসামি রুবেল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাকে পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। দ-প্রাপ্ত অপর আসামি শাফায়েতুল আলম পলাতক রয়েছেন। এ মামলার অপর শিশু আসামি রিমন শেখ কারাগারে রয়েছে। শিশু আদালতে বিচারাধীন রয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩মে দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযানে আসামি আবু শাফায়েতুল আলম, রুবেল ও রিমন শেখকে ৩৩০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত পিকআপ উদ্ধার করেন মালিহাদ ক্যাম্প পুলিশের অভিযানিক দল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানায় মামলা করা হয়। দায়ের করা মামলাটি তদন্ত শেষে আসামি আবু শাফায়েতুল আলম ও রুবেলের বিরুদ্ধে ২০২০ সালের ১৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই সালাউদ্দিন খান। সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় গতকাল আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। কুষ্টিয়া আদালত পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, মাদক মামলায় দোষি প্রমাণিত হওয়ায় শাফায়েতুল আলম ও রুবেলের যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। রুবেল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি শাফায়েতুল পলাতক।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More