কোটচাঁদপুর সরকারি কলেজের খেলার মাঠ ক্ষতি না করে নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর সরকারি কেএমএইচ কলেজের খেলার মাঠ ক্ষতিগ্রস্ত না করে নতুন ৬ তলা ভবন নির্মাণের দাবি করে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কলেজ বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, শিক্ষক মহিদুল ইসলাম লাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহীন, কাজী জনি, ক্রীড়া সংগঠক রায়হান চেীধুরী, মিল্লাত হোসেন ও মারুফ হোসেন প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা কলেজের খেলার মাঠ ক্ষতিগ্রস্থ না করে নতুন ৬ তলা ভবন নির্মাণের দাবি জানান। উল্লেখ্য, গত ৪ অক্টোবর ঘটা করে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর অনুতোষ কুমারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ৬ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More