চুয়াডাঙ্গার জিনতলা মল্লিকপাড়া প্রিমিয়ার লিগের ৫ম আসর সম্পন্ন

স্টাফ রিপোর্টার: জমকালো আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গার জিনতলা মল্লিকপাড়া প্রিমিয়ার লিগের (জেএমপিএল) ৫ম আসর সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার রাহেলা খাতুন গার্লস একাডেমি স্কুলমাঠে ডে-নাইট এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে জিনতলা মল্লিকপাড়া লায়ন্স দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে রাত ১২টার দিকে পুরস্কার বিতরণ করা হয়। প্রতি বছরের মতো গতকাল শুক্রবার সকাল থেকে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। এবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে দুরন্ত জিনতলা মল্লিকপাড়া ও জিনতলা মল্লিকপাড়া লায়ন্স দল। এ দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় জিনতলা মল্লিকপাড়া লায়ন্স। পরে মধ্য রাতের পর্বে খেলোয়াড়দের সাথে নিয়ে বিজয়ী ট্রফি গ্রহণ করেন লায়ন্স টিমের অধিনায়ক রমিজ রেজা পিয়াস। আর রানারআপের ট্রফি গ্রহণ করেন দুরন্ত দলের অধিনায়ক অরভী আকাশসহ দলের খেলোয়াড়রা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার তুলে দেন জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজি সালাউদ্দীন চান্নু ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বিট্টু। টুর্নামেন্টের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রমিজ রেজা পিয়াস। ম্যান অব দ্য সিরিজ হন সাঈফ, মোস্ট উইকেট টেকার নির্বাচিত হন জাহাঙ্গীর আলম ও বেস্ট ফিল্ডার নির্বাচিত হন জহুরুল ইসলাম জনি। এর আগে সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দীনসহ এলাকার বিশিষ্টজনরা। খেলাটি পরিচালনা করেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি ও জেএমপিএল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি ফিরোজ খাঁন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More