চুয়াডাঙ্গার স্বর্ণ কন্যা ইতিসহ ২১ নারী ফুটবল খেলোয়াড় পেলেন সহায়তা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার স্বর্ণ কন্যা ইতিসহ ২১ নারী ফুটবল খেলোয়াড় পেলো চুয়াডাঙ্গা জেলা প্রশাসক পত্মী সৈয়দা তাহমিনা নজরুলের দেয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের স্ত্রী সৈয়দা তাহমিনা ও সহসভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্মী সুলতানা রাজিয়ার ব্যক্তিগত তহবিল থেকে খেলোয়াড়দের এ সহায়তা প্রদান করা হয়। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কান্ট্রি গেইম্স অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাহী সদস্য সেলিনা খাতুনের প্রাণবন্তু উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সুলতানারা রত্মা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার পরিচালনা পর্ষদ সদস্যগণ। ঈদ উপহার ও আর্থিক সহায়তাপ্রাপ্ত খেলোয়াড়রা হলেন সাব গেমইসে আর্চারিতে স্বর্ণজয়ী ইতি খাতুন, ফুটবল স্টাইকার ও বিকেএসপিতে ক্রিকেটে চান্স পাওয়া বিদিশা সাহা, ফুটবলার মানিয়া, হাফিজা, সুরাইয়া, সায়মা, রুপালী, ফাতেমা. চানমতি, রতœা, জুলেখা, তনিমা, সিনথিয়া, কুহেলী, মারিয়া, রুমানা, শাহানা, রিভা, মিম ও বিথী। অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দা তাহমিনা নজরুল খেলেয়াড়দের উদ্দেশে বলেন, করোনার এ বৈশিক দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী তোমাদেরকে কিন্তু ভুলে যাননি। তোমরা যাতে আর্থিক সংকটে খেলাধুলা ও ঈদ উৎসব থেকে বঞ্চিত না হও সেই জন্যই সরকারিভাবে ও ব্যক্তি উদ্যোগে তোমাদের পাশে এসে দাঁড়ানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা খেলাধূলা অনুশীলন চালিয়ে যাও এবং পরিবারের সকলকে করোনা মহামারী থেকে সতর্ক করতে সহায়তা করো।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More