চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্তপর্ব সম্পন্ন 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মুজিব শতবর্ষ অনূর্ধ্ব-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা চাঁনমারী মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনালে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল ৫ ইউকেটে আলমডাঙ্গা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে ব্যাটিং করে আলমডাঙ্গা উপজেলা দল ১০১ রান সংগ্রহ করতে সমর্থ হয়। জবাবে স্বাগতিক সদর উপজেলা দল ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ম্যান অবদি ফাইনাল, হাইয়েস্ট উইকেট টেকার ও ম্যান অবদি টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের জিলহাজ। এছাড়া সর্বোচ্চ (৪ ম্যাচে ১২৯ রান) রান সংগ্রহকারী হিসেবে পুরস্কার লাভ করেন আলমডাঙ্গা উপজেলা দলের সালসাবিল। খেলা শেষে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নুরুন্নাহার কাকুলী, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মিলন বিশ্বাস, কোষাধ্যক্ষ টুটুল মোল্লা, নির্বাহী সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার, মহসিন রেজা, আবু রায়হান, আব্দুল মালেক, শিমুল শেখ রাসেল, রাশেদুল ইসলাম, রোকনুজ্জামান, মমিন, চুয়াডাঙ্গা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মহলদার ইমরান রিন্টুসহ আমন্ত্রিত অতিথিগণ। উল্লেখ্য চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ৩ জানুয়ারি মুজিব শতবর্ষ  উপলক্ষে অনূর্ধ্ব-১৮ আন্তঃউপজেলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। জেলার ৪টি উপজেলা দল নিয়ে প্রতিযোগিতা শেষে গতকাল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। খেলা পরিচালনা করেন আব্দুল মালেক ও ফরজুন আলী।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More