যুক্তরাষ্ট্র প্রবাসী আয়মান ইবনে জামানই শুধু নন, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে খেলতে কাতার থেকে এসেছেন বগুড়ার ছেলে মোস্তাফিজুর রহমান। আগেও খেলেছেন। এবারের আবহ সম্পূর্ণ ভিন্ন।
তার কথা, ‘আগে ভ্যাপসা গরমে খেলতাম। এবার খেলা হবে নিশ্চিন্তে। কাতার থেকে এসেছি শুধু জাতীয় টুর্নামেন্টে খেলার জন্য।’
২০২১ সালে আল আমিন জুমারকে নিয়ে ডাবলসে চ্যাম্পিয়ন হন মোস্তাফিজ। বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ পেয়েছেন। ১০ লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টে তার চোখ শিরোপায়। প্রতিদ্বন্দ্বী অনেকেই। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন আবদুস সোয়াদ ও চট্টগ্রামের গালিব উল্লাহ।
কাতার প্রবাসী এই শাটলার বলছেন, ‘আপনি যখন ফাইনাল খেলতে চাইবেন, তখন ধাপে ধাপে এগোতে হবে। যত উপরে উঠবেন তত শক্ত প্রতিপক্ষ পাবেন। সবাই তো চ্যাম্পিয়ন হতে চাইবে।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.