জুভেন্টাসকে হারিয়ে কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন নেপোলি

মাথাভাঙ্গা মনিটর: কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে অর্ধযুগ পর শিরোপা জিতে নিয়েছে নেপোলি। টাইব্রেকারে নেপোলির কাছে ৪-২ ব্যবধানে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। বুধবার রাতে নির্ধারিত নব্বই মিনিটের খেলা গোল শূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। শুরুতেই জুভিদের হয়ে আর্জেন্টাইন তারকা পাউলো দিবালা শট নেন। রুখে দেন নেপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেত। এরপর সাদা-কালো শিবিরের ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানিলো বল উড়িয়ে দেন। অন্যদিকে তুরিনের দলটির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন একটি শটও ঠেকাতে সক্ষম হননি। এতেই নেপোলির ষষ্ঠ কোপা ইতালিয়া শিরোপা নিশ্চিত হয়ে যায়। করোনা পরবর্তী ফুটবলে দ্বিতীয়বারে মাঠে নেমেও নিজেকে মেলে ধরতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী রোনালদো। ম্যাচে তিনটি শট নিলেও সফলতা নেই। অন্যদিকে কিংবদন্তি গোলরক্ষক বুফন শেষার্ধের যোগ করা সময় দুটি গোল ঠেকিয়ে দেন। এতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রোমের অলিম্পিক স্টেডিয়ামে লরেঞ্জো ইনসিনিয়ে, মাতেও পলিতানো, নিকোলা মাকসিমোভিচ ও আরকাদিউস মিলিক নেপোলির হয়ে বল জালে জড়ান। ইতালিয়ার হয়ে বিশ্বকাপ জয়ী বুফনকে পরাস্ত করে শিরোপার স্বাদ নেয় নেপলসের দলটি। ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবারের মতো কোপা ইতালিয়ার শিরোপা নিশ্চিত করলো দলটি। এনিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো নেপোলি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More