২০২১ ও ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। ২০২৫ সালেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের কথা রয়েছে তাদের। তবে ২০২৭ সালে ইংল্যান্ড থেকে সরে যেতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ভেন্যু। কারণ সে বছরের ফাইনাল আয়োজনের জন্য ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ব্রিটিশ এই সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত আইসিসি চিফ এক্সিকিউটিভস কমিটির বৈঠকে ভারত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। তাদের প্রস্তাবে আইসিসিও ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আইসিসি বৈঠকে ভারতের প্রস্তাবনা উত্থাপিত হওয়ার পরই তা একপ্রকার সবুজ সংকেত পেয়ে গিয়েছে। বৈঠকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাহী অরুণ ধুমাল। আর আইসিসির চেয়ারম্যান হিসেবে এখন দায়িত্ব পালন করছেন ভারতের-ই জয় শাহ। তাই ভারতের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে বলেই ধারণা করা হচ্ছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে। তবে আইসিসি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ। কারণ সাধারণত ভারতের মাঠে স্বাগতিকরা না খেললে দর্শক উপস্থিতি হয় না বললেই চলে। তাই যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত না ওঠে, সেক্ষেত্রে ম্যাচ ইংল্যান্ডেই হতে পারে। পূর্বের অভিজ্ঞতা বলছে, ইংল্যান্ডের মাঠে স্বাগতিকরা না খেললেও দর্শক উপস্থিতিতে হেরফের হয় না। উল্লেখ্য, ২০২১ সালের টেস্ট সিরিজ ফাইনাল আয়োজন করে হ্যাম্পশায়ারের রোজ বোল স্টেডিয়াম। এরপর ২০২৩ সালে দ্য ওভালে হয়েছিল ফাইনাল। এবার ২০২৫ সালের ফাইনালটি অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৫ জুন। ম্যাচ হবে লর্ডসে। যেখানে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.