দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সফর শুরু বাংলাদেশের

জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের পাত্তাই দেয়নি বাংলাদেশের যুবারা।

১৩০ রানের বিশাল জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল।

বৃহস্পতিবার বেননিতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন জাওয়াদ আবরার।

টার্গেট তাড়া করতে নেমে ৩২.১ ওভারে ১৫৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। ৫ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় প্রোটিয়ারা। নতুন বলে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন ইকবাল হোসেন ইমন। সেই ধারা অব্যাহত রাখে বাংলাদেশ।

নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে চাপ থেকে বের হতে পারেনি। তাতে দলীয় শতকের আগেই ৬ উইকেট হারায় তারা। দলের ব্যাটিং বিপর্যয়ে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন মোহাম্মদ বুলবুলিয়া। তিনি ৭৯ বলে ৭২ রান করেছেন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। ৬১ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। এরপর মিডল অর্ডারে রিজান হোসেন ও মোহাম্মদ আবদুল্লাহ ফিফটি করেছেন। তাতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More