আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের জার্সিতে পদার্পণ করেছিলেন পিটার মুর। আর শেষটা করলেন আয়ারল্যান্ডের হয়ে। দুই দেশের হয়ে সবমিলিয়ে ১৫ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি।
হারারেতে জন্ম নেওয়া মুরের আন্তর্জাতিক অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে। ২০১৪ সালের নভেম্বরে মিরপুরে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। আর টি-টোয়েন্টি ও টেস্টে অভিষেক হয় ২০১৬ সালে যথাক্রমে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে।
জিম্বাবুয়ের জার্সিতে আটটি টেস্ট খেলেছেন তিনি। ক্যারিয়ারের সব ওয়ানডে ও টি-টোয়েন্টিও জিম্বাবুয়ের হয়েই খেলেছেন তিনি।
দাদি আইরিশ হওয়ার সুবাদে আয়ারল্যান্ডের পাসপোর্ট পেয়ে যান মুর। সে সূত্রে ২০২২ সালের অক্টোবরে চূড়ান্তভাবে দেশটির জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি। পরের বছর বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে প্রথমবার জায়গা পান। সাদা পোশাকে আয়ারল্যান্ডের হয়ে সাত ম্যাচ খেলেছেন।
এই বছর ফেব্রুয়ারিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন মুর। বুলাওয়েতে নিজ জন্মভূমি জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টই তার ক্যারিয়ারের শেষ হয়ে থাকলো।
জিম্বাবুয়ের সঙ্গে ৩৫.৫৩ গড়ে পাঁচ হাফ সেঞ্চুরি তার, সেখানে আয়ারল্যান্ডের হয়ে তার একটি হাফ সেঞ্চুরি, গড় মাত্র ১৪.৩৫। দেশটির হয়ে একমাত্র ফিফটি এসেছে গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। দুই দেশের হয়ে টেস্ট খেলা ১৭ ক্রিকেটারের একজন হয়ে অবসরে গেলেন মুর।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.