পাকিস্তানকে উড়িয়ে র‍্যাঙ্কিংয়ে জোড়া সুখবর পেল বাংলাদেশ

পাকিস্তানকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার উপহার দিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে ক্রিকেটে ফের এল খুশির খবর। আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় সাফল্য পেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এছাড়াও শেখ মেহেদী হাসানও বড় লাফ দিয়েছেন এই র‍্যাঙ্কিংয়ে।

পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের সুবাদে মোস্তাফিজ এগিয়ে এসেছেন বোলারদের র‍্যাঙ্কিংয়ে। ১৭ ধাপ এগিয়ে এখন তিনি আছেন নবম স্থানে। তার সঙ্গে যৌথভাবে আছেন ভারতের আর্শদীপ সিংহ। দুজনের রেটিং পয়েন্ট সমান ৬৫৩।

পাকিস্তানের বিপক্ষে সিরিজজয়ে বড় অবদান রেখেছেন মুস্তাফিজ। তিন ম্যাচের সিরিজে তিনটি উইকেট নিয়েছেন মাত্র সাত রান গড়ে। তার বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার মিলল আইসিসি র‍্যাঙ্কিংয়ে।

তবে শুধু মুস্তাফিজ নন, উজ্জ্বল হয়েছেন আরেক টাইগার অলরাউন্ডার মেহেদী হাসানও। র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে এখন আছেন ১৬ নম্বরে। তিন ম্যাচে তিন উইকেট নেওয়া মেহেদী গতকালের জয়েও রেখেছেন বড় ভূমিকা। তার বোলিং ফিগার ছিল ২ উইকেটে ২৫ রান, যা বাংলাদেশের ৮ রানের জয়ে বড় ভূমিকা রাখে।

এদিকে ক্যারিবিয়ান তারকা রোস্টন চেজ দারুণ ইনিংস খেলে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩২ বলে ৬০ রান করেন। এখন চেজের রেটিং পয়েন্ট ২২১। তার ওপরে আছেন শুধু ভারতের হার্দিক পান্ডিয়া।

অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনও উঠে এসেছেন আট ধাপ এগিয়ে ২৮ নম্বরে। তিনি প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করে ম্যাচ জেতান দলকে।

ব্যাটিংয়ে এগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ৩৯ বলে ৫৫ রান করে চার ধাপ এগিয়ে এসেছেন দশম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More