পান্তের পরিবর্তে কে এই উইকেটকিপার?

স্টাফ রিপোর্টার:ধ্রুব জুরেল আছেন, কেএল রাহুলও খেলছেন। তবুও ভারতের বোর্ড ঝুকেছে অখ্যাত এক কিপারব্যাটারের দিকে। যাকে ফ্রেশার বললেও ভুল হবে না। এখন অবধি জাতীয় দলের কোনো ফরম্যাটে খেলেননি নারায়ণ জগদীশন। তাকেই টানা হচ্ছে ঋষভ পান্তের বদলি হিসেবে।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টের একাদশে থাকা জগদীশনকে নিয়েই আলোচনা। তামিলনাড়ুর এই উইকেটকিপার ব্যাটার এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি। তবে লিস্ট এ এবং প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মতো দলে খেলেছেন জগদীশন।

ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে চোট পান পান্ত। স্ক্যানের পর জানা যায় পায়ে চিড় ধরা পড়েছে। ওই টেস্টে বাকি সময়ে আর কিপিং করেননি। একসময় ভারত তাকে ব্যাটিংয়েও নামাতে চায়নি। কিন্তু দলের প্রয়োজনে ব্যাট করতে নেমেছিলেন। সেই ডান পায়ের চোটেই ভারতের সহ-অধিনায়ক ছিটকে গেছেন।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্ম দেখিয়ে জাতীয় দলে ঢুকেছেন জগদীশন। সংগৃহীত ছবি

সেই সুযোগে ২৮ বছর বয়সী জগদীশন এই প্রথম ভারতীয় টেস্ট দলে ডাক পেলেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে বদৌলতে নির্বাচকদের নজরে আসেন। প্রথম-শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতাই এগিয়ে দিয়েছে জগদীশনকে। রাহুল সম্পূর্ণ ফিট না হওয়ায় উইকেটকিপার হিসেবে জগদীশন এখন ধ্রুব জুরেলের সঙ্গে দ্বিতীয় বিকল্প হিসেবে থাকছেন।

ওভালে ৩১ জুলাই শুরু হবে সিরিজের সবশেষ টেস্ট। আপাতত সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত
এখন পর্যন্ত ৫২টি প্রথম-শ্রেণির ম্যাচে ৩,৩৭৩ রান করেছেন। জগদীশনের রয়েছে ১০টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরি। ব্যাট করছেন ৪৭.৫০ গড়ে। ঋষভ পান্তের ভালো বিকল্প বটে! তবে ভারতের স্কোয়াডে প্রথমবার ডাক পাওয়া জগদীশন একাদশে থাকেন কিনা, তা এখনও নিশ্চিত নয়! ওভালে ৩১ জুলাই শুরু হবে সিরিজের সবশেষ টেস্ট। আপাতত সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More