প্রথম ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন রুট

স্টাফ রিপোর্টার:অবিশ্বাস্য ফর্মে আছেন জো রুট। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক ধারাবাহিক রান করে যাচ্ছেন। টেস্টে ৩৯তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৫৭তম সেঞ্চুরি হাঁকালেন রুট।

রোববার (৩ আগস্ট) ওভালে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে সেঞ্চুরির আগেই বিশ্ব রেকর্ড গড়েছেন রুট। এদিন বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এই ইংলিশ তারকা।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে ২৮ রানে পৌঁছান রুট, আর সেই শটেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। প্রথম ইনিংসে ২৯ রান করা রুটের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়তে প্রয়োজন ছিল মাত্র ২৫ রান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে রুটই একমাত্র ব্যাটসম্যান যিনি ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। এটি ছিল তার ৬৯তম ডব্লিউটিসি ম্যাচ। এ তালিকায় তার পরেই আছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, বেন স্টোকস ও ট্রাভিস হেড। ইংলিশ ব্যাটারের এই রানে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি, যেখানে তার গড় ৫২-এরও বেশি।

শুধু এই মাইলফলকই নয়, চলমান ভারত সিরিজে আরও কিছু ব্যক্তিগত অর্জন ছুঁয়েছেন রুট। ম্যানচেস্টার টেস্টে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। এছাড়া কুমার সাঙ্গাকারার ৩৮টি সেঞ্চুরির পাশে নিজের নাম বসিয়ে হয়েছেন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করা ব্যাটার।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More