দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল ডাচরা। দীর্ঘদিন পর এসেছে তিন ম্যাচের টি-েটোয়েন্টি সিরিজ খেলতে।
৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডস ক্রিকেট দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, ‘এটা অবশ্যই ভিন্ন ফরম্যাট, ভিন্ন দেশ। তবে যেকোনো সময় আপনি কোনো দেশের বিপক্ষে ভালো রেকর্ড বা জয় পান, এটা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, দুই দলেরই আগের দল থেকে অনেক পরিবর্তন এসেছে। তবে আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলছি, আত্মবিশ্বাসও আছে।’
বাংলাদেশে খেলা বেশ চ্যালেঞ্জ জানিয়ে ডাচ অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, বেশিরভাগ সময়ই যখন আমরা কোনো সিরিজের জন্য প্রস্তুতি নিই, তখন প্রথম ম্যাচের আগে আপনি সাধারণত দুই বা তিনটি প্র্যাকটিস সেশনই পান।’
তিনি আরও বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড়ই উপমহাদেশে খেলার অভিজ্ঞতা রাখে। তাই আমরা অবশ্যই সেই অভিজ্ঞতা কাজে লাগাব, আর যারা নতুন, তাদের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে চেষ্টা করব। তবে হ্যাঁ, এটা অবশ্যই কঠিন—বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না। অনেক দেশ এখানে এসে ভুগেছে।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.