পাকিস্তান সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের মাঠে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচের জন্য জন্য মুহাম্মদ ওয়াসিমের নেতৃত্বে ১৫ সদস্যে দল ঘোষণা করেছে আমিরাত ক্রিকেট। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার দুই দলের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই সিরিজ। একই ভেন্যুতে একদিন বিরতি দিয়ে ১৯ মে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে ২০২২ সালেও আরব আমিরাতের বিপক্ষে এই শারজাহতেই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। সবমিলিয়ে তাদের বিপক্ষে খেলা তিনটি টি-টোয়েন্টি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। আরব আমিরাত স্কোয়াড: মুহাম্মদ ওয়াসিম, রাহুল চোপড়া, আয়ান খান, মুহাম্মদ জোহাইব, মুহাম্মদ জাওয়াদউল্লাহ, মতিউল্লাহ খান, হায়দার আলি, ইথান ডিসুজা, ধ্রুব পরাশর, আসিফ খান, আরিয়ানশ শর্মা, আলিসান শারাফু, সগির খান, সিমারজিত সিং।
বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট
টেস্ট চ্যাম্পিয়নশিপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা, কত পাচ্ছে বাংলাদেশ?
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.