বালিকায় চুয়াডাঙ্গা পৌরসভা ও বালকে দামুড়হুদা উপজেলা চ্যাম্পিয়ন

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপর্টার: চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সাড়ে ৩টায় জাফরপুর নুতুন স্টেডিয়ামে বালিকাদের ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা টাইব্রেকারে ৬-৫ গোলে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে দামুড়হুদা উপজেলা দল টাইব্রেকারে ৬-৫ গোলে চুয়াডাঙ্গা সদর উপজেলাকে দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। চ্যাম্পিয়নস ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেয়ার প্রাক্কালে জেলা প্রশাসক বলেন, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা যেমন শরীর মনকে সজীব রাখে, তেমনি লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধির সাথে মানসিক বিকাশ ঘটে। এছাড়া খেলাধুলা মাদকের হাত থেকে যুবসমাজকে দূরে রাখে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি আরাফাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। এছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এনডিসি জাকির হোসেন, ডিএফএর সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাবেক কৃতিফুটবলার সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, ওবায়দুল হক জোয়ার্দ্দার, শহিদুল কদর জোয়ার্দ্দার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহাবুল ইসলাম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দীন বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক নুরুন্নাহার কাকুলী, মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক দিলরুবা খুকু ও দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী। এছাড়া যারা উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা নির্বাহী রোকনুজ্জামান রোকন, শেখ রাসেল, সাবেক ফুটবলার হ্যাজি, মুরাদ ফেরদৌস, এম নুরুন্নবী, শহিদুল ইসলাম সদু, চুয়াডাঙ্গা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মাসুদ রানাসহ আমন্ত্রিত অতিথিগণ। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও ধারাভাষ্য প্রদান করেন সাংবাদিক ইসলাম রকিব।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More