বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পরিচালনার দায়িত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি আইএমজি। তিন বছরের জন্য বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানি।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিজ্ঞপ্তি দিয়ে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে প্রস্তাব আহ্বান করে। সে আহ্বানে সাড়া দিয়ে মোট সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে।
এর মধ্যে ছিল ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি যৌথ প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্র্যান্সপোর্ট গ্রুপ।
পরবর্তীতে প্রাথমিক বাছাই শেষে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়া হয়। এরপর সংক্ষিপ্ত তালিকায় স্থান পায় তিনটি প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে বিসিবির ভেতরে ব্যাপক আলোচনা হয়।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে জানিয়েছিলেন, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে। তিনি বলেন, ‘আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।’
অবশেষে আজ সোমবার বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, বিপিএল আয়োজনের দায়িত্ব তিন বছরের জন্য যাবে আইএমজির হাতে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে বিপিএল। যদিও জাতীয় নির্বাচনের কারণে সূচি নিয়ে থাকছে কিছুটা শঙ্কা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.